রবিবার ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   53 বার পঠিত

সিলেটে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

সিনিয়র সচিব পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমদ(২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)।

শুক্রবার (৩ জানুয়ারি) সিলেট নগরীর রায়নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফাহিম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে।

গ্রেফতারের বিষয়টি শুক্রবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, অভিযুক্ত ফাহিম আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির তদবির ও স্কুলে ভর্তিসহ আরও বেশ কিছু সরকারি দপ্তরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে নানা ধরনের তদবিরের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূতকে অবহিত করেন তার সাবেক সহকর্মী আবু সুফিয়ান ফারাবী। পরে প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী।

প্রতারণার বিষয়টি জানতে পেরে এসএমপি পুলিশ কমিশনার মো.রেজাউল করিম পিপিএম’র দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন-উত্তর) দেবাশীষ দাশ, বিপিএম, পিপিএম’র তত্ত্বাবধানে তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। প্রতারক চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এতে ক্ষুব্ধ হয়েছেন।

এ ঘটনায় প্রতারণা বিষয়টি নজরে এনে কোতোয়ালি থানায় মামলা করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শী আবু সুফিয়ান ফারাবী। মামলা নং-০৭, তারিখ-০৩/০১/২০২৫ খ্রিঃ।

অভিযুক্ত ফাহিম আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির তদবির ও স্কুলে ভর্তিসহ আরও বেশ কিছু সরকারি দপ্তরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে নানা ধরনের তদবিরের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী আবু সুফিয়ান ফারাবী। পরে প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী।

প্রেসবিজ্ঞপ্তিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.রেজাউল করিম পিপিএম বলেন, এ ধরনের প্রতারক চক্রের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। সেই সাথে প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণের তিনি পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য- প্রতারক ফাহিম আহমেদ বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছিলো। এমন বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে।

Facebook Comments Box

Posted ৪:৫৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com