শাহ্ মোঃ সফিনূর | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 126 বার পঠিত
তুমি সু-স্নিগ্ধা, শরতের
কাশফুলের নরম ছোঁয়া —
তুমি অপরূপা, শিল্পীর আঁকা ছবি,
তুমি রূপবতী, সুহাসিনী —
তুমি অসূর্যম্পশ্যা!
তুমি ফুলপরীর চোখ ধাঁধানো রূপ —
তুমি মোহময়ী গন্ধ ছড়ানো গোলাপ,
তুমি নবাগত যুবকের চিত্ত দোলা —
তুমি সুখ, ভালোবাসার ক্যানভাস!
তুমি অপরূপা, লজ্জাবতী —
তুমি রাত জাগা যুবকের স্বপ্ন,
তুমি ভোরের পাখির গান —
তুমি সু-স্নিগ্ধা যুবকের প্রাণ!
তুমি বৃষ্টির ফোঁটা, পূর্ণিমার চাঁদ —
তোমার স্পর্শে জাগে পৃথিবী,
তুমি সৌন্দর্যের আকর —
তুমি সু-স্নিগ্ধা, হিরন্ময় পাথার!!
Posted ১২:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed