মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানব সৃষ্টিতত্ত্ব!

শাহ্ মোঃ সফিনূর   |   শুক্রবার, ২৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   258 বার পঠিত

মানব সৃষ্টিতত্ত্ব!

মানব – তোমার সৃষ্টির শ্রেষ্ঠ
আসমান-জমিন মাঝে,
সৃষ্টিতে নেই কোন ভুল —
তুমিই স্রষ্টা, মহান প্রভু-হে!

প্রভু জ্বিন ও মানবকে সৃষ্টি করে —
দিয়েছেন তাদের জীবন, মরণ,
পরীক্ষার জন্যই সৃষ্ট এই ভুবন —
পুরস্কৃত হবে, যে সত্যাশ্রয়ী, ন্যায়পরায়ণ!

স্রষ্টার বাণী অকাট্য ও চিরস্থায়ী —
মানব সৃষ্টি খসখসে মাটি গুলিয়ে,
স্মরণ করো, তারপরে
তোমার প্রভু —
মানবকে জাগিয়েছেন আত্মা দিয়ে!

বিবর্তনপ্রক্রিয়ার মাধ্যমে
পশু থেকে মানব সৃষ্ট নয়,
সরাসরি মাটির উপাদান থেকে
মানব সৃষ্টিকর্মের সূচনা হয়!!

Facebook Comments Box

Posted ১১:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পতাকার শপথ!
(555 বার পঠিত)
প্রবাস জীবন!
(412 বার পঠিত)
বিদ্যুৎ নেই!
(384 বার পঠিত)
প্রেমনগর
(329 বার পঠিত)
বাঁশেঘেরা ঘর
(83 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com