বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বই মেলায় সাজ্জাদুর রহমানের ব্র‍্যান্ড কারিগর

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   62 বার পঠিত

বই মেলায় সাজ্জাদুর রহমানের ব্র‍্যান্ড কারিগর

অমর একুশে বইমেলা ২০২৫ – এ প্রকাশিত হয়েছে তরুণ লেখক এবং সাংবাদিক সাজ্জাদুর রহমান শুভর ক্যারিয়ার ভিত্তিক বই ‘ব্র‍্যান্ড কারিগর-আধুনিক ব্র‍্যান্ডিং কৌশল’। বইটি প্রকাশ করেছে সাহিত্যদেশ প্রকাশনা। প্রচ্ছদ একেছেন শিল্পী সোহানুর রহমান অনন্ত।

ব্র‍্যান্ড কারিগর বইটি সম্পর্কে সাজ্জাদুর রহমান শুভ বলেন, সময়ের সাথে প্রতিনিয়ত কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়ছে, নতুন নতুন কম্পিটেশন বৃদ্ধি পাচ্ছে। যদি মার্কেটে টিকে থাকতে হয় অব্যশই পার্সোনাল ব্র‍্যান্ডিং, নেটওয়ার্ক তৈরি করতে হবে, জানতে হবে সঠিক কমিউনিকেশন ও স্টোরি টেলিং। এছাড়া আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে আরও জানতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের সবকিছু। তাই আমার ১২ বছরেরও বেশি সময় ধরে, বিভিন্ন ব্র‍্যান্ডের সাথে কাজ করার অভিজ্ঞতার আলোকে ব্র‍্যান্ড কারিগর বইটি প্রকাশ করেছি। যেখানে ব্র্যান্ডিংয়ের সম্বনিত বিষয় এবং আধুনিক কৌশলগুলো সহজ ভাষায়, বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা পাঠকদের ক্যারিয়ার এবং বিজনেসকে নিয়ে যাবে এক অনন্য চূড়ায়।

শুভ’র বইটি নিয়ে সাহিত্যদেশের প্রকাশক শফিক সাইফুল বলেন, ক্যারিয়ার এবং বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে অনেক বই আছে। এই প্রথম আমরা ব্র‍্যান্ডিংয়ের সমন্বিত সকল আধুনিক কৌশল নিয়ে ব্র‍্যান্ড কারিগর বইটি প্রকাশ করেছি, যা বইমেলা ছাড়াও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। আশা করি বইটি পাঠক প্রিয়তার শীর্ষে জায়গা করে নেবে।

Facebook Comments Box

Posted ৯:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পতাকার শপথ!
(589 বার পঠিত)
প্রবাস জীবন!
(444 বার পঠিত)
বিদ্যুৎ নেই!
(419 বার পঠিত)
প্রেমনগর
(361 বার পঠিত)
বাঁশেঘেরা ঘর
(119 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com