বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিদ্যুৎ নেই!

শাহ্ মো. সফিনূর   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   391 বার পঠিত

বিদ্যুৎ নেই!

হঠাৎ একদিন বজ্র-নিনাদ —
শহরের কোথাও বিদ্যুৎ নেই —
অট্টালিকার লিফট বন্ধ হয়ে গেছে —
ভোগান্তির শেষ নেই!
মোবাইল ফোন নিয়ে ব্যস্ততা নেই —
মোবাইল টাওয়ার কাজ করে না!
পিতা-মাতা, ছেলে, মেয়ে মিলে —
বারান্দায় দাঁড়িয়ে —
নীল আকাশের তারাদের দেখে!
মানুষ ছোটাছুটি করে চারদিকে —
বৃদ্ধ মানুষগুলো অসহায় হয়ে পড়ে!
পেট্রলপাম্পে গ্যাস নেই —
গাড়ি চলাচল সর্বত্র বন্ধ!
বিদ্যুৎ, বিদ্যুতের জন্য হাহাকার!
অসহায় মানুষগুলো পানির জন্য —
হাহাকার করে শহরের অলিগলিতে!
ব্যাংক থেকে টাকা উঠাতে পারে না —
এটিএম মেশিন বন্ধ বিদ্যুতের জন্য!
মানুষ ছুটছে রেলস্টেশন, বিমানবন্দরে —
বিমান আকাশে উড়ে না!
রেলস্টেশন – কোন বিদ্যুৎ নেই —
কোন বাহন চলেনা —
অনির্দিষ্টকালের জন্য সব বন্ধ ঘোষণা!
স্বস্থির আশায় ছুটে চলে মানুষ —
ঘিঞ্চি শহর ছেড়ে গ্রামের দিকে —
পায়ে হেঁটে চলছে মানুষ —
গন্তব্য, ছায়া-সুনিবিড় নিজ নিজ গ্রাম!
বিদ্যুৎবিহীন এভাবে চললো কয়েক বছর —
শহরের মানুষ মানিয়ে নিয়েছে গ্রামের সাথে —
হঠাৎ মসজিদে আযানের ধ্বনি —
বিদ্যুৎ চলে এসেছে —
আহ – বিদ্যুৎ চলে এসেছে!!

Facebook Comments Box

Posted ৯:৫২ অপরাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পতাকার শপথ!
(562 বার পঠিত)
প্রবাস জীবন!
(419 বার পঠিত)
প্রেমনগর
(334 বার পঠিত)
বাঁশেঘেরা ঘর
(89 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com