বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বইমেলায় শাহ্ মোঃ সফিনূরের দুটি বই

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   141 বার পঠিত

বইমেলায় শাহ্ মোঃ সফিনূরের দুটি বই

অমর একুশে বইমেলা ২০২৫ এ শাহ্ মোঃ সফিনূরের দুটি নতুন বই প্রকাশ হয়েছে। লেখাচিত্র প্রকাশনী থেকে প্রকাশিত বই দুটি যথাক্রমে— ‘হৃদয় ছোঁয়া কথা’ ও ‘পানি লাগবো পানি?’। বইমেলায় ৮০২ নং স্টলে পাওয়া যাচ্ছে বলে প্রকাশক জানান। ‘হৃদয় ছোঁয়া কথা’ কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটির মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। অপরদিকে, ‘পানি লাগবো পানি?’ শিরোনামে শাহ্ মোঃ সফিনূরের সম্পাদনায় প্রকাশিত হয়েছে কাব্যসংকলন।

সংকলনটিতে জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়া বীর তরুণ শহীদ মীর মুগ্ধকে নিবেদিত কবিতা স্থান পেয়েছে। এতে লিখেছে দেশ-বিদেশের কবি-সাহিত্যিক। বইটির প্রচ্ছদ করেছেন শফিক মামুন। নতুন বই প্রকাশের বিষয়ে কথা হলে শাহ্ মোঃ সফিনূর বলেন, ‘লেখাচিত্র প্রকাশনীর আন্তরিক সহযোগিতায় এবার দুটো বই প্রকাশ হয়েছে। প্রত্যাশা রাখব, প্রিয় পাঠক ও শুভাকাঙ্ক্ষী বইমেলা থেকে বই দুটো সংগ্রহ করবে, তাদের মতামত জানাবে।’

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির মোড়ক উন্মোচন মঞ্চে বই দুটির মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২০ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পতাকার শপথ!
(589 বার পঠিত)
প্রবাস জীবন!
(443 বার পঠিত)
বিদ্যুৎ নেই!
(418 বার পঠিত)
প্রেমনগর
(360 বার পঠিত)
বাঁশেঘেরা ঘর
(119 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com