রবিবার ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি   |   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   54 বার পঠিত

সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার(৯ জানুয়ারি) সকালে ১১ ঘটিকার সময় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের ব্যারিষ্টার সাইফুর রশীদ। 

তিনি বলেন, শিক্ষার আলো বিস্তারে এবং শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্ট। বর্তমান মূল্যবোধের সংকট থেকে দূরে থাকতে ছাত্রদের নেতিবাচক বিষয় পরিহার করে ইতিবাচক দিকগুলো অর্জন করা একান্ত জরুরি। মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পবিত্র কোরআনের নির্দেশনা বাস্তবায়নের জন্য ভূমিকা রাখার অংশ হিসেবে আজকের এই শিক্ষাখাতে মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠান। বিশেষ অতিথি ছিলেন, হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ, অধ্যক্ষ, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা।

বক্তব্য রাখেন ট্রাস্টের অন্যতম উদ্যোক্তা ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য,আইটি ফার্ম ডাইরেক্টর সৈয়দা খাদিজা দীনা, তাঁর ছোট ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া সৈয়দ আবুল হাসান মসরুক, মিসেস শাহেলা জান্নাত,

সৈয়দ হিলাল সাঈফ যুক্তরাজ্য প্রবাসী,সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সদস্য সৈয়দ শেফুল আমীন, সৈয়দপুর ফাজিল মাদরাসা সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন, পাইলট স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ।
শুভেচ্ছা বক্তব্য সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়র ছাত্রী নিগার রহমান শিমু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ, সৈয়দপুর আদর্শ কলেজ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সদস্য
সৈয়দ মনোয়ার আহমদ, কবি সৈয়দ আজমল হোসেন, সৈয়দ আহমদ হোসেন তানিন, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো: আব্দুল হান্নান, প্রভাষক এ, ডি এম ফখর মান্নান, স্কুলের সহকারী শিক্ষক দিলিপ চন্দ্র দাশ, মাওলানা মো: বিল্লাল হোসেন, মিসেস সুরাইয়া নাজনীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ হোসেন আহমদ। অনুষ্ঠান শেষে
সর্বমোট ২১জনকে শিক্ষার্থীর হাতে নগদ দশ হাজার টাকা জন প্রতি করে মেধাবৃত্তি প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com