মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
সুরমা বয়েজ ক্লাবের চারারোপণ ও বিতরণ অনুষ্ঠােনে ডা. আরমান আহমদ শিপলু

পরিবেশ বাঁচাতে বেশি করে গাছ লাগাতে হবে

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   40 বার পঠিত

পরিবেশ বাঁচাতে বেশি করে গাছ লাগাতে হবে

ছবি : সংগৃহীত

“গাছ লাগান পরিবেশ বাঁচান বৃক্ষরোপণে অংশ নিন” এই প্রতিপাদ্য সামনে রেখে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী চারারোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) সকাল ১০ টায় নগরীর শাহী ঈদগাহ এলাকার গ্রীন ফেয়ার কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, মানুষের মৌলিক চাহিদা পূরণসহ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। জীববৈচিত্র্য সমৃদ্ধ টেকসই পরিবেশ সংরক্ষণ, কার্বন আধার সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশকে বাচাতে বেশি করে গাছ লাগাতে হবে। গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকে অন্য দিকে বিভিন্ন ভিটামিন যুক্ত ফল মূল আমরা গাছ থেকে পেয়ে তাকি। তাই বাড়ির আশে পাশের খালি স্থানে গাছের চারারোপণ করতে হবে।

সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুর, যুগ্ম সাধারন সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য সুমন বাহাদুর। এছাড়াও গ্রীন ফেয়ার কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক, অভিভাবকসহ শিক্ষর্থীরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:১১ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com