বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলীতে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   56 বার পঠিত

আমতলীতে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরী ত্রান সহায়তা প্রকল্পের পরিচিতি সভা বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন এ প্রকল্প পরিচিতি সভার আয়োজন করে।

এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষিকর্মকর্তা মো. ইছা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় চন্দ্র দাস, প্রাণীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. অলি আহাদ, শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, খাদ্য কর্মকর্তা মোসা. শারমিন জাহান, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির স্পন্সরশীপ কর্মকর্তা লিটন হিউবার্ট কোড়াইয়া, প্রেশক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম, সাবেক সাধারন সম্পাদক নাসির মাহমুদ ও প্রকল্প ম্যানেজার মৃদুল সরকার প্রমুখ।

এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না জানান, আমতলী উপজেলার ৩টি ইউনিয়ন হলদিয়া, আমতলী সদর, আরপাঙ্গাশিয়া ও পৌরসভার নির্দিষ্ট ওয়ার্ডে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সম্প্রতিক রিমালে ক্ষতিগ্রস্ত ৪ হাজার ২শ’ পরিবারের মাঝে প্রত্যেকে ২০ কেজি চাল, তেল ২ লিটার, চিরা ২কেজি, চিনি ৫০০ গ্রাম, মুগডাল ২ কেজি, ছোলা ৩ কেজি, ডাল ২ কেজি এবং হাইজিন কিট প্রদান করা হবে।

 

Facebook Comments Box

Posted ৭:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com