বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট হানাদারমুক্ত দিবস পালিত

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   112 বার পঠিত

সিলেট হানাদারমুক্ত দিবস পালিত

১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের এদিন (১৫ ডিসেম্বর) পাকিস্তানি হানাদারমুক্ত হয় সিলেট ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় সিলেট মুক্ত দিবস। সকাল ১১ টায় আনন্দ শোভাযাত্রা বের করে সিকৃবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. জামাল উদ্দিন ভূঞা।
পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযোদ্ধের শহিদদের শ্রদ্ধা জানান ভাইস চ্যান্সেলরসহ জাতীয় দিবস উদযাপন কমিটি, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর ভারতের সীমান্তবর্তী এলাকা সিলেট জেলা পাক হানাদারমুক্ত হয়। এদিন মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর তুমুল প্রতিরোধের মুখে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করে পাক বাহিনী।

Facebook Comments Box

Posted ২:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com