অনলাইন ডেস্ক | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 130 বার পঠিত
সরকারি মদন মোহন কলেজের ৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (২৬ জানুয়ারি) কলেজের স্বনামধন্য অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমানের নেতৃত্বে কলেজের শিক্ষকবৃন্দ স্বর্গীয় মদন মোহন দাসের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মদন মোহন দাসের পৌত্র সুখেন্দু বিকাশ দাস মহাশয় মদন মোহন দাসের স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, তাঁর পিতামহ স্বর্গীয় মদন মোহন দাস ছিলেন একজন শিক্ষানুরাগী জমিদার। এতদঞ্চলে মানসম্মত শিক্ষা বিস্তারে তাঁর আগ্রহ ছিল অপরিসীম। তাঁর দুই সুপুত্র স্বর্গীয় যোগেন্দ্র মোহন দাস ও স্বর্গীয় মোহিনী মোহন দাস পিতার স্বপ্ন বাস্তবায়নে ব্রতী হন এবং পিতার মৃত্যুর পর ১৯৪০ খ্রিস্টাব্দে নিজস্ব ভূমি ও নগদ ১২ হাজার টাকা প্রদান করে মদন মোহন কলেজ প্রতিষ্ঠা করেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান স্বর্গীয় মদন মোহন দাসের আত্মার শান্তি কামনা করেন।
এ সময় উপস্হিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন, শিক্ষক পরিষদ সম্পাদক লে. মো. মনিরুল ইসলাম, রণজিৎ মোহন্ত, জয়দীপ দাস, ধ্রুবরাজ চৌধুরী, সম্পদকুমার সরকার, পিনাক চৌধুরী, হিসাব সহকারী গৌতম কুমার দে, সহায়ক কর্মচারি শিশির চক্রবর্তী, চান মিয়া প্রমুখ।
Posted ৮:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed