বুধবার ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচিত হলে সংসদে দাঁড়িয়ে প্রথম কথাটিই হবে পাথর কোয়ারী খুলে দেওয়া – জয়নাল আবেদীন

গোয়াইনঘাট প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   50 বার পঠিত

নির্বাচিত হলে সংসদে দাঁড়িয়ে প্রথম কথাটিই হবে পাথর কোয়ারী খুলে দেওয়া – জয়নাল আবেদীন

বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সিলেট- ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেছেন-সিলেটের পাথর কোয়ারীর সাথে প্রায় তিন লক্ষ মানুষ জড়িত, অথচ আমাদের শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি না করে কোয়ারী বন্ধ করে দেওয়া হয়েছে।এতে লক্ষ লক্ষ পাথর শ্রমিক বেকারত্ব হয়ে কর্মসংস্থান না থাকায় মানবেতর জীবন যাপন করছে। আগামী সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণ করবেন পাথর কোয়ারী খুলবেন না বন্ধ রাখবেন।আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে সংসদে দাঁড়িয়ে প্রথম যে কথাটি বলব সেটি হচ্ছে পাথর কোয়ারী খোলা ও লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করা।

বৃহস্পতিবার( ২০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ও বিছনাকান্দি ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের জৈন্তাপুরর গ্যাস দিয়েই বরিশাল থেকে চুলা জ্বলে, অথচ আমাদের বাতির নিচ অন্ধকার।আমাদের জৈন্তাপুর- গোয়াইনঘাটের মানুষ গ্যাস পায়না। আগামী নির্বাচনে নির্বাচিত হলে রুস্তমপুর ও বিছনাকান্দি ইউনিয়ন কে মাষ্টার প্লান করে উন্নয়নের আওতায় আনা হবে।

প্রবীন মুরুব্বি নুর মিয়ার সভাপতিত্বে জামায়াত নেতা জয়নুর রশিদ ও আমিনুর রহমান জসীম এর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, পেশাজীবি বিভাগের সাধারণ সম্পাদক মাষ্টার মুশাররফ হোসেন ।
এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল্লাহ আল মুনিম, হেলাল উদ্দিন, ইমরান আহমদ, মিশকাত আহমদ আব্দুল খালিক, আব্দুল হক, জমির উদ্দিন, গোলাম মোস্তফা প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com