বৃহস্পতিবার ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শিক্ষার্থীদের মধ্যে জবি ছাত্রশিবিরের ৫০০ কুরআন বিতরণ, রমজানে ২৫০০ বিতরণের পরিকল্পনা

সাদিয়া জান্নাত কেয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়   |   বুধবার, ১৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   53 বার পঠিত

শিক্ষার্থীদের মধ্যে জবি ছাত্রশিবিরের ৫০০ কুরআন বিতরণ, রমজানে ২৫০০ বিতরণের পরিকল্পনা

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান রমজান উপলক্ষে ২,৫০০ শিক্ষার্থীর হাতে কুরআন তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজে দেওয়া লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবে। তবে নিবন্ধনের শেষ তারিখ ২৩ মার্চ পর্যন্ত নির্ধারিত হলেও, নির্দিষ্ট সংখ্যক কুরআন শেষ হয়ে গেলে এই কার্যক্রম বন্ধ হয়ে যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো, ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কেউ চাইলে এ উপহার গ্রহণ করতে পারবে।

এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান বলেন, “ছাত্রশিবিরের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মুসলিম হিসেবে আমাদের কুরআন পড়া ও তার মর্ম অনুধাবন করা উচিত। শিবিরের এমন পদক্ষেপ শিক্ষার্থীদের উৎসাহিত করবে। আশা করি, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম তারা অব্যাহত রাখবে।”

জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম জানান, “শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক উৎকর্ষ সাধনে আমরা সব সময় চেষ্টা করি। রমজান উপলক্ষে ২,৫০০ শিক্ষার্থীকে কুরআন উপহার দেওয়ার উদ্যোগ তারই অংশ। মঙ্গলবার (১৮ মার্চ) প্রথম দিনে ৫০০ শিক্ষার্থীর হাতে কুরআন পৌঁছে দেওয়া হয়েছে, এবং শিগগিরই বাকি অংশ বিতরণ সম্পন্ন হবে।”

Facebook Comments Box

Posted ১০:১৭ অপরাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com