সোমবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ও বরেণ্য শিক্ষাবিদ আব্দুর রউফের স্মরণ সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   164 বার পঠিত

শান্তিগঞ্জে অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ও বরেণ্য শিক্ষাবিদ আব্দুর রউফের স্মরণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ও বরেণ্য শিক্ষাবিদ মো. আব্দুর রউফের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় শান্তিগঞ্জ এফআইভিডিবির হল রোমে শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদারের সভাপতিত্বে, শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের সদস্য ও বড়মোহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক মাষ্টার ফয়সল আহমদের পরিচালনায় তেলাওয়াত করেন ইমাদ উদ্দীন মিনহাজ। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরহুম বরেণ্য শিক্ষাবিদ মো. আব্দুর রউফ’র বড় ছেলে এডভোকেট আজিজুর রউফ বিপ্লব, সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ জুতির্ময় দাস, সুবিপ্রবির রসায়ন বিভাগের চেয়ারম্যান রাসেদ মাহমুদ, সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন, সুরমা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মদন মোহন রায়, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, জয়কলস উজানীগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলা উদ্দীন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মাহমুদুল হাসান, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম,
সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজের প্রভাষক কবির আহমদ, প্রভাষক অজয় কুমার দাস, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক সেলিম আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সাবেক সহকারী মৌললভী কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক নুরুল হক, জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, শান্তিগঞ্জ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার, সুনামগঞ্জ সরকারী জুবলী উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক আবু তালেব।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কামরূপদলং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী। বরেণ্য শিক্ষাবিদ আলহাজ্ব মো. আব্দুর রুউফ স্যার এর সংক্ষিপ্ত জীবনী ও কর্ম পাঠ করেন শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের সদস্য ও পাইকাপন সরকারী প্রাথমিক বদ্যালয়ের সহ শিক্ষক মো. শামীম আহমদ। স্মরণ সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন উজানীগাঁও জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা রশিদ আহমদ।

Facebook Comments Box

Posted ৮:২১ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com