অনলাইন ডেস্ক | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 53 বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। এদের মধ্যে ১২ জন চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেছেন।
এ সময় স্বজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। ক্ষমা পেয়ে দেশে ফিরতে পেরে কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তী সরকারের প্রতি।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে এয়ার এরাবিয়ার শারজাহ থেকে আসা ফ্লাইটে একজন এবং আবুধাবি থেকে আসা ফ্লাইটে ১১ জন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারপ্রধান শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে কারাবন্দি ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দেয় দেশটির সরকার।
Posted ১০:৩১ অপরাহ্ণ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed