মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে বনবিভাগের বিট কর্মকর্তার কার্যালয়ে হামলা-ভাংচুর , রেঞ্জারসহ আহত ৫

গাজীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   54 বার পঠিত

গাজীপুরে বনবিভাগের বিট কর্মকর্তার কার্যালয়ে হামলা-ভাংচুর , রেঞ্জারসহ আহত ৫

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের বিট কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়েছে ভূমিদস্যুরা। হামলায় বন বিভাগের রেঞ্জ ও বিট কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁচিঘাটা রেঞ্জের জাথালিয়া বিট কর্মকর্তার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। কাঁচিঘাটা রেঞ্জকর্মকর্তা আমিনুল ইসলাম, জাথালিয়া বিট কর্মকর্তা মাসুম উদ্দিন, বনপ্রহরী মো: মোজাম্মেল হোসেন ও এনামুল হককে মূমূর্ষ অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, কোটা আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কাঁচিঘাটা রেঞ্জের বিভিন্ন এলাকায় সরকারী বনের জমি জবর দখল করে অসংখ্য অবৈধ স্থাপনা নির্মাণ করছে ভূমিদস্যুরা। অবৈধ এসব স্থাপনা নির্মাণে বাঁধা দেয়া ও দখলকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয় সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখবর পেয়ে বুধবার দুপুরে কাঁচিঘাটা রেঞ্জের জাথালিয়া বিট এলাকায় একটি স্থাপনা উচ্ছেদ শেষে অফিসে গেলে মূহুর্তেই তাদের উপর হামলা চালায় উতপেতে থাকা ভূমিদস্যুরা। এসময় তাদের এলোপাতাড়ি মারধরে দুজন বিট কর্মকর্তা ও তিনজন বন প্রহরী গুরুতর আহত হন। খবর পেয়ে অন্যান্য বিটের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালিয়াাকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলার কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ৯:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com