মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৪ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   34 বার পঠিত

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। বুধবার (১৪ আগস্ট) সকাল ১০ টায় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ সাঈদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন বিড়ি শ্রমিকরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

পরে আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগমসহ স্বজনদের সঙ্গে দেখা করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারকে নগদ আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, যুগ্ম সম্পাদক আবুল হাসনাত লাভলুসহ বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার পরদিন ১৭ জুলাই তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

 

 

Facebook Comments Box

Posted ৯:২২ অপরাহ্ণ | বুধবার, ১৪ আগস্ট ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com