বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জ চেয়ারম্যান পদে অভি, ভাইস চেয়ারম্যান পদে মোশারফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রফিকা মহির বিজয়ী

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   69 বার পঠিত

শান্তিগঞ্জ চেয়ারম্যান পদে অভি, ভাইস চেয়ারম্যান পদে মোশারফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রফিকা মহির বিজয়ী

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী সাদাত মান্নান অভি, ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের প্রার্থী মোশারাফ হোসেন জাকির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী মোছাঃ রফিকা মহির।

মঙ্গলবার ( ৫ জুন) রাতে শান্তিগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষনা করেন।

শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান পুত্র, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি ও অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি আনারস প্রতীক নিয়ে ৪০ হাজার ৯ শত ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সুনামগঞ্জ সদর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম মোটর সাইকেল প্রতিকে ১৯ হাজার ২ শত ৫৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে মোশারফ হোসেন জাকির মাইক প্রতীকে ৩৪ হাজার ৩ ভোট পেয়ে সেবরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রুকনুজ্জামান চশমা প্রতীকে ২০ হাজার ৬৯ ভোট পেয়ে পরাজিত হন।
শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে মোছাঃ রফিকা মহির ফুটবল প্রতীকে ২৩ হাজার ৪ শত ৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছাঃ নাজমা বেগম প্রজাপতি প্রতীকে ১৪ হাজার ৪ শত ৮৮ ভোট পেয়ে পরাজিত হন।
শান্তিগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে ১৫৫টি গ্রাম রয়েছে। মোট ভোটার ১,৪৫,৭৯৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৭৪,২৮৫ জন, মহিলা ভোটার ৭১, ৫১০ জন ও হিজড়া ভোটার ২ জন। মোট ভোট পড়েছে ৪৫.০১ % ।

Facebook Comments Box

Posted ৯:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com