বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশি যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   54 বার পঠিত

দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশি যুবকের মৃত্যু

এমরাজ হোসেন সুমন। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. এমরাজ হোসেন সুমন। তিনি ফেনীর দাগনভূঁঞা পৌরসভার জগতপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

নিহতের চাচাতো ভাই শেখ ফরিদ উদ্দিন ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য ১০ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় যায় সুমন। শুক্রবার সকালে তার দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সুমন সেখানে স্টেশনারি ও মুদি দোকান চালাতেন। তার ৫ মাস বয়সী একটি ছেলে রয়েছে বলে চাচাতো ভাই শেখ ফরিদ আরও জানান।

নিহতের ব্যবসায়ী পার্টনার নুর আলম জানান, সুমন দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন। তার দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। পাশাপাশি ওই দেশের সরকার বাংলাদেশি নাগরিকদের যেন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসিম বলেন, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সুমন নামে ব্যবসায়ী নিহত হয়েছে শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কিছু জানায়নি।

Facebook Comments Box

Posted ৮:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com