
শান্তিগঞ্জ প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 92 বার পঠিত
বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জের শান্তিগঞ্জ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে উপজেলার শান্তিগঞ্জ বাজারে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীর সভাপতিত্বে উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খাঁনের যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী দিনের সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের কান্ডারী, ইউকে জমিয়তের সহ-সভাপতি ও বাংলাদেশ জমিয়তের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ মাওলানা তামিম আহমদ।
বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মাওলানা আতিকুর রহমান, মাওলানা মঞ্জুর আহমদ, সদর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন,মুফতী মুনাজির আহমদ,জমিয়ত নেতা খলিলুর রহমান, মৌলভী ফখর উদ্দীন, শান্তিগঞ্জ যুব জমিয়তের সভাপতি মাওলানা সালিক আহমদ, সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম,মাওলানা আব্দুল্লাহ, জগন্নাথপুর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রশিদ আহমদ, মাওলানা আব্দুল হামিদ, মাওলান শামছুদ্দিন শিব্বির, মাওলানা জাকারিয়া মাহবুব, শতাধিক জমিয়ত, ছাত্র জমিয়ত, যুব জমিয়ত সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ প্রমূখ।
Posted ১১:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed