
বিশ্বনাথ প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 126 বার পঠিত
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেছেন, বিশ্বনাথের খেলাধুলা ও আর্তসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রবাসীরা। এসব ক্ষেত্রে প্রবাসীরা সত্যিই প্রশংসার দাবিদার। তবে পিছিয়ে পড়া বিশ্বনাথের শিক্ষাকে এগিয়ে নিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষাকে এগিয়ে নিতে প্রবাসীরা এগিয়ে আসতে হবে।
তিনি বুধবার (২৭ মার্চ) বিশ্বনাথ পৌরশহরে ইন্তাজ আলী ভবনে হাজী ইন্তাজ আলী মেমোরিয়াল ট্রাস্ট কার্যালয়ে ট্রাস্টের উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মিছবাহ উদ্দিনের পরিচালনায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি, সমাজসেবক মো. রুহেল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ জামাল আহমদ, আব্দুল মালিক, হাজী ইন্তাজ আলী মেমোরিয়াল ট্রাস্টের সদস্য আব্দুন নুর, দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্প্রোটিং ক্লাব অ্যান্ড একাডেমির সদস্য আব্দুস সালাম মুন্না, সংগঠক লাকী আহমেদ, আরকুম আলী, আল-আমিন প্রমুখ।
আলোচনা সভা শেষে শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ
Posted ৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed