
গোয়াইনঘাট প্রতিনিধি | রবিবার, ২৪ মার্চ ২০২৪ | প্রিন্ট | 96 বার পঠিত
সিলেট পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় অন্য থানার ন্যায় গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগেও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মার্চ) বিকেল ৩টায় থানা কম্পাউন্ডে ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিজ্ঞ বিচারকের দায়িত্বে ছিলেন গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আমিনুর রশিদ গোয়াইনঘাটী।
ও থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মনির উদ্দিন।
উক্ত কোরআন প্রতিযোগিতায় অফিসার ইনচার্জ থেকে শুরু করে কনস্টেবল পদ মর্যাদার অর্ধ শতাধিক পুলিশ সদস্য অংশ গ্রহণ করেন। কোরআন প্রতিযোগিতায় ১ম স্হান অধিকার করেন কনস্টেবল আলী আহমদ, ২য় স্হান অধিকার করেন কনস্টেবল মোঃ তারেক মিয়া এবং ৩য় স্থান অধিকার করেন এ এসআই হাবিবুর রহমান। বিজয়ীদের পরবর্তীতে পুরস্কৃত করা হবে। এবং একজনকে জেলা পুলিশের পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের জন্য পাঠানো হবে।
Posted ১:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed