বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে উদ্ধার হওয়া মর্টারশেলটি নিস্ক্রিয় করল সেনাবাহিনী

গোয়াইনঘাট প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   84 বার পঠিত

গোয়াইনঘাটে উদ্ধার হওয়া মর্টারশেলটি নিস্ক্রিয় করল সেনাবাহিনী

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে উদ্ধার হওয়া মর্টারশেলটি নিস্ক্রিয় করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর নয়াগাঙ্গের পারে নিরাপদ স্থানে মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়।

উল্লেখ্য গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গেরপাড় এলাকায় রাত ৯টার দিকে স্থানীয় ইয়াকুব আলী নদী পারাপারের সময় হঠাৎ লোহার একটি টুকরো পায়ের নিচে পরলে নদী থেকে তুলে নদীর পাড়ে নিয়ে আসেন। পানি দিয়ে ধুয়ার পর দেখা যায় এটি একটি মর্টারশেল। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টারশেলটি পুলিশের হেফাজতে নিয়ে আসে।

 

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল খায়রুন নাহারের নেতৃত্বে মর্টারশেলটি নিষ্ক্রিয় করতে কাজ করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আল আমীনসহ একদল বোমা নিষ্ক্রিয়কারী সেনাবাহিনী সদস্য।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান সুমন, এসআই এনামুল হাসান, এসআই পিন্টু সরকারসহ পুলিশ সদস্যরা।

Facebook Comments Box

Posted ৮:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com