বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাফলংয়ের সেই মর্টারশেলটি ধ্বংস করল বোম্ব ডিসপোজাল টিম

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   113 বার পঠিত

জাফলংয়ের সেই মর্টারশেলটি ধ্বংস করল বোম্ব ডিসপোজাল টিম

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে উদ্ধার হওয়া মর্টার শেলটি ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সিলেট এসএমপি টিমের ইনচার্জ সার্জেন্ট আবু বক্কর শাওনের নেতৃত্বে মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গেরপাড় নদীর তীরে এ মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদীর নয়াগাঙ্গের পাড় নামক স্থানে বালতি দিয়ে বালু উত্তোলনের সময় জনৈক বারকি শ্রমিকের হাতে মর্টার শেলটি লাগে। পরে দুইজন বারকি শ্রমিক মর্টার শেলটি নদী থেকে তুলে নদীর পাড়ে নিয়ে আসেন। মঙ্গলবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল টিম তীরে উদ্ধারকৃত মর্টার শেলটি নিষ্ক্রিয় করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সার্জেন্ট আবু বক্কর শাওন বলেন, অবিস্ফোরিত মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছি। বর্তমানে চারপাশ নিরাপদ আছে। তিনি আরো বলেন, শুধু মর্টার শেল নয়, বোমা জাতীয় যেকোন বিস্ফোরক পেলে সাথে সাথে থানা পুলিশকে অবগত করার আহ্বান করছি।

Facebook Comments Box

Posted ৯:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com