বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে আনফরের ভাঙ্গায় নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শনে এমপি ইমরান

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   156 বার পঠিত

গোয়াইনঘাটে আনফরের ভাঙ্গায় নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শনে এমপি ইমরান

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ও পর্যটন অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন লুনী নদীর উপর আনফরের ভাঙ্গায় নির্মাণাধীন সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে লুনী নদীর উপর ৩৯ কেটি ৭২ লাখ টাকা ব্যয়ে, ২৮৮ মিটার নির্মাণাধীন সেতুর কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া, সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো রফিকুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক মো কামাল হোসেন, ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পাবলু মিয়া, ইউপি সদস্য মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজের অংশ হিসাবে নির্মিত হচ্ছে দৃষ্টি নন্দন এই সেতুটি।

Facebook Comments Box

Posted ৫:৪১ অপরাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com