বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাট সীমান্তে শীতার্ত শিক্ষার্থীদের মাঝে এনআরবি ব্যাংকের কম্বল বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি   |   রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   98 বার পঠিত

গোয়াইনঘাট সীমান্তে শীতার্ত শিক্ষার্থীদের মাঝে এনআরবি ব্যাংকের কম্বল বিতরণ

সিলেটের গোয়াইনঘাটে এনআরবি ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এনআরবি ব্যাংক লিমিটেড’র উদ্যোগে ও রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. ফারিজা সাবরীনা’র সহযোগিতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের সীমান্তগেষা গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়। গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মহিলা সদস্য নাছিমা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা আক্তার বলেন, যুব সমাজের উদ্যোগে এই বিদ্যালয়ের অধ্যায়নরত ৫ শতাধিক কোমল মতি শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে। শিক্ষা দেওয়ার পাশাপাশি এলাকার অসহায়, হত দরিদ্র ও শ্রমজীবী মানুষের সন্তানদের স্কুলমূখী ও পড়ালেখায় উৎসাহ দিতে শিক্ষাবান্ধব বিভিন্ন সংগঠন এবং ব্যক্তির উদ্যোগে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নানা ধরনের উপকরণও দেওয়া হয়। এ বছরের শুরুতেই নতুন বই, খাতা, কলম, শীতের জ্যাকেট বিতরণ করা হয়েছে। আজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র দেওয়ায় এনআরবি ব্যাংক লিমিটেড ও রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামর্থ্যবান সকল শিক্ষা অনুরাগীদের এরকম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

Posted ৫:২৬ অপরাহ্ণ | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com