বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সালুটিকরে মাস্টার আব্দুল মন্নান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি   |   বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   53 বার পঠিত

সালুটিকরে মাস্টার আব্দুল মন্নান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর পিকে উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, পিয়াইনগুল জামেয়া ও গোয়াইনঘাট দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন সংস্থার উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দাতা, সালুটিকর বহর গ্রামের মরহুম মাস্টার আব্দুল মন্নান স্মরণে বুধবার (৭ ফেব্রুয়ারি) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ বাংলাদেশীয় সমন্নয় কমিটির উদ্যোগে স্থানীয় নন্দীরগাও ইউপি কমপ্লেক্স মিলনায়তনে কমিটির আহ্বায়ক আব্দুল আহাদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দোয়া পরিচালনা করেন, বিশিষ্ট শায়খুল হাদীস হজরত মাওলানা আতাউর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মরহুম আব্দুল মন্নান মাস্টারের ছোট ভাই হাফেজ আব্দুল মুবিন।

প্রধান আলোচক একে নিউজ মিডিয়ার চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইন প্রস্তাবনা পেশ করেন। মরহুম আব্দুল মন্নান মাস্টারের জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পিয়াইনগুল জামেয়ার প্রিন্সিপাল মাওলানা আসাদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নন্দীরগাও ইউপির প্যানেল চেয়ারম্যান ১নং ওয়ার্ডের মেম্বার আমিনুর রশীদ শামীম, দারুস সালাম নন্দীরগাও মাদ্রাসার মুহতামিম, সালুটিকর জাগ্রত জনতা সংগঠনের সভাপতি হজরত মাওলানা রফীক আহমদ মহল্লী, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি আব্দুল্লাহ মেম্বার, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বাংলাদেশস্থ সমন্নয় কমিটির অর্থ সম্পাদক এম এ সামাদ মেম্বার, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ রুস্তুমপুর ইউনিয়নের সেক্রেটারি মাষ্টার মোশাররাফ হোসেন, দুবাই প্রবাসী শফিকুর রহমান, সাবেক ওমান প্রবাসী বশির উদ্দিন, নন্দীরগাও ইউনিয়ন সমন্নয় কমিটির সেক্রেটারি ইব্রাহীম আলী, দৈনিক জৈন্তাবার্তার স্টাফ রিপোর্টার সাংবাদিক হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমেদ, সেক্রেটারি মুসলেহ উদ্দিন মুনায়েম।

অন্যদের উপস্থিত ছিলেন, হাজী আতাউর রহমান, হাজী আব্দুস সোবহান, হাজী মকবুল আলী, সিরাজুল ইসলাম ফকীর, মানিক মিয়া, নুরুল আলম নুর মিয়া।

আরো বক্তব্য রাখেন, আশরাফুল ইসলাম বেলাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা সাবেক কুয়েত প্রবাসী আব্দুল গনি মঙ্গল, ফখর উদ্দিন, ছাত্রনেতা মামুনুর রশীদ, শফিকুর রহমান, আঙ্গুর মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, তারেক আহমদ। সভা পরিচালনা করেন, বহর আলোর দিশারী সংঘের সভাপতি সাবেক ছাত্রনেতা জালাল সিদ্দীকি।

Facebook Comments Box

Posted ১০:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com