বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জগন্নাথপুরে পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   55 বার পঠিত

জগন্নাথপুরে পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের আনন্দ আয়োজনে প্রথমবারের মত “ওয়ান নাইট পুলিশ ব্যাডমিন্টন (দ্বৈত) টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মজিদপুর শাহেদ স্পোর্টস সেন্টারে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে জেলার ১২টি পুলিশ দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় সুনামগঞ্জ সদর সার্কেলকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ (আলফা ২)।

পরে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক জুয়েল আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সুনামগঞ্জের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এহ্সান শাহ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, জাকির হোসেন, জাহিদুল ইসলাম খাঁন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জেলা গোয়েন্দা শাখার ওসি আব্দুল আহাদ, তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন, শাল্লা থানার ওসি মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক, জগন্নাথপুর থানার ওসি তদন্ত সুশংকর পাল, চিলাউড়া-হলিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর সুহেল আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাংবাদিক আব্দুল হাই, অমিত দেব, আলী আহমদ, রুম্মান আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আক্তার হোসেন প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com