বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিরাজপুর কাজীবাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতার মৃত্যুতে প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর শোক

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   76 বার পঠিত

সিরাজপুর কাজীবাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতার মৃত্যুতে প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর শোক

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সিরাজপুর কাজীবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট আলেমে দ্বিন মাওলানা কাজী আব্দুল হাদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

রবিবার (২৮ জানুয়ারি) রাতে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় প্রতিমন্ত্রী শফিক চৌধুরী জানান, ‘মাওলানা কাজী আব্দুল হাদী ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন বিচক্ষণ আলেমে দ্বিনকে হারালো। তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।’

প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সিরাজপুর কাজীবাড়ি দরবার শরীফের পীর, মাওলানা কাজী আব্দুল হাদী রবিবার (২৮ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযার নামাজ সোমবার (২৯ জানুয়ারি) বেলা আড়াটায় কাজী বাড়ি মাঠে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১১:৩৭ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com