বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জামালগঞ্জে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার

জামালগঞ্জ প্রতিনিধি   |   রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   46 বার পঠিত

জামালগঞ্জে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার

সুনামগঞ্জের জামালগঞ্জে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের ভূঁইয়ার হাটি হতে মমিনপুর প্রর্যন্ত ভিলেজ প্রতিরক্ষা দেয়াল নির্মানের শুভ উদ্বোধন করা হয়েছে। স্হানীয় সরকার (এলজিইডি) প্রকৌশলী আওতাধীন হিলিপ প্রকল্পের ১ কোটি ৪৭ লক্ষ টাকার দেড় কিলোমিটার বেড়িবাঁধ কাজের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আব্দুল মালেক, জেলা হিলিপ প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মুকিত চৌধুরী, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, উপ-সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক মো আব্দুর রহমান ময়না মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ আলম লিমন প্রমুখ।
উদ্বোধনকালে নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী সমৃদ্ধিশালী, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। সেই প্রত্যাশায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি।

Facebook Comments Box

Posted ১২:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com