বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শিক্ষকেরা সর্বদাই সম্মানিত এবং শ্রদ্ধেয় : কুলাউড়ায় এমপি নাদেল

কুলাউড়া প্রতিনিধি   |   শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   41 বার পঠিত

শিক্ষকেরা সর্বদাই সম্মানিত এবং শ্রদ্ধেয় : কুলাউড়ায় এমপি নাদেল

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘শিক্ষকরা সর্বদাই সম্মানিত এবং শ্রদ্ধেয় ব্যক্তি। তারা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ। আমাদের জ্ঞান, দক্ষতা এবং নৈতিকতা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকেরা আমাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করেন এবং আমাদেরকে ভবিষ্যতে সফল হতে অনুপ্রাণিত করেন।’

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা প্রদানকালে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, অধ্যক্ষ মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে এমপি নাদেল কুলাউড়ার শিক্ষাক্ষেত্রের সমস্যা সমাধনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, প্রবীণ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সাবেক সভাপতি মো. খুরশীদ উল্লাহ ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, সাবেক সভাপতি মো. মাশুক, জিপিএইচ ইস্পাত কোম্পানির জেনারেল ম্যানেজার মো. এনামুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, সমিতির সহ-সভাপতি, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল মনসুর ও প্রধান শিক্ষক সাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক জয়ন্ত মালাকার, সাংগঠনিক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা জাবেদ আহমদ।

পরে প্রধান অতিথি এমপি নাদেল অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল মনসুর, অধ্যক্ষ মো. বসর মিয়া, প্রধান শিক্ষক পরিমল মালাকার, সহকারি শিক্ষক মো. আব্দুল হামিদ, সহকারি শিক্ষক মো. মহিদুর রহমান ও সহকারি শিক্ষক নির্মল কুমার ধরকে ক্রেস্ট ও শিক্ষক সমিতির ২য় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশসহ সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলীসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:০৬ অপরাহ্ণ | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com