অনলাইন ডেস্ক | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 62 বার পঠিত
প্রতি বছরের ন্যায় এবারও খাদিমুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে ৩ দিনব্যাপী ২৯তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন আজ বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে শুরু হবে। এ উপলক্ষে খাদিমুল কুরআন পরিষদ সিলেটের পক্ষ থেকে সব ধরণে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলের বিশাল মাঠে প্রায় লক্ষাধিক মুসল্লির শৃঙ্খলার জন্য স্বেচ্ছাসেবক টিমের কর্মীরা কাজ করবে।
মঙ্গলবার রাতে মাঠের সর্বশেষ অবস্থা পরিদর্শন করেন মাওলানা আছাদ উদ্দীন, আব্দুল মতিন নবীগঞ্জী, মুফতি আবুল খায়র বিথমগলী, মাওলানা মুহিব্বুর রহমান মুক্তিরচক, মাওলানা মুহিব্বুর রহমান মিঠিপুরী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা নিয়ামত উল্লাহ খাছদবীরী, মাওলানা মুফতি রশিদ আহমদ, মাওলানা মুহিউদ্দীন, মাওলানা জাবের আহমদ, মাওলানা মুফতি কয়েছ প্রমুখ।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন। পরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নেতৃবৃন্দ মোনাজাত করেন।
মাহফিল ইন্তেজামিয়া কমিটি জানায়, মাহফিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বুধবার বিকল ৩টায় জামেয়া দরগাহ’র মুহতামিম ও খাদিমূল কুরআন পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা মাশুক উদ্দিন (বড়বাড়ী)’র সভাপতিত্বে উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হবে।
৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসির পেশ করবেন আওলাদে রাসূল সা. হযরত মাওলানা হাসান আসজাদ মাদানী- ভারত, দরগাহপুর মাদরাসা সুনামগঞ্জের শায়খুল হাদীস মাওলানা নূরুল ইসলাম খান, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী- হবিগঞ্জ, মাওলানা মুফতী রশিদুর রহমান ফারুক শায়খে বরুনা, শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান খান- বানিয়াচং, হবিগঞ্জ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী- ঢাকা, মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী- ঢাকা সহ দেশবরেন্য উলামায়ে কেরামগণ।
২৬ জানুয়ারি শুক্রবার মধ্য রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের মাহফিল সমাপ্তি হবে।
৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনে সর্বস্তরের মুসল্লিগণকে উপস্থিত থেকে মাহফিলকে সফল, সার্থক ও সার্বিক সহযোগিতার করার আহবান জানিয়েছেন খাদিমুল কুরআন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী।
Posted ১২:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed