বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফজরের নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   56 বার পঠিত

ফজরের নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

ফাইল ছবি

গাজীপুরে নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরলেন মসজিদের ঈমাম। শুক্রবার (১২ জানুয়ারি) গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে ফজর নামাজের সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই মসজিদের ঈমাম মাওলানা নূরুল ইসলাম (৫৫) ফজর নামাজে ইমামতি করছিলেন। তিনি তাকবিরে তাহরিমা বেঁধে কিরাত শুরুর আগ মুহূর্তে হঠাৎ ঢলে পড়েন। মুসল্লিরা দ্রুতই পাশের হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদের খতিব ও মোয়াজ্জিন বর্তমানে সৌদি আরবে ওমরা হজ্ব পালন করছেন। ফলে শুক্রবার মাওলানা নূরুল ইসলামের জুমার নামাজে ইমামতি করার কথা ছিল। কিন্তু এদিন ফজরই ছিলো তার শেষ ইমামতি। তবে তার আর ইমামতি করা হলো না।

জানা গেছে, তিনি প্রায় ২৭ বছর যাবত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে অত্যন্ত সুনামের সহিত ইমামতি করে আসছিলেন।

এদিকে, শুক্রবার জুমার নামাজের পর জানাযা শেষে তার লাশ গ্রামের বাড়ি জেলার শ্রীপুরে নিয়ে দাফন করা হয়।

Facebook Comments Box

Posted ১১:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com