অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 62 বার পঠিত
২০২৩ সালে ২৯৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার এবং বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জব্দ করা হয় ৬১৮টি বিভিন্ন প্রকার দেশি-বিদেশি অস্ত্র, ১০৩টি ম্যাগাজিন, ১ হাজার ৩৬২ রাউন্ড গোলাবারুদ, ২ হাজার ১৩৪টি বিভিন্ন ধরনের ককটেল, বোমা, গ্রেনেড এবং ৫৯.৫৩ কেজি বিস্ফোরক।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
খন্দকার মঈন বলেন, র্যাব প্রতিষ্ঠার পর থেকে ঢাকা ও সীমান্তবর্তী জেলাসহ বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে মোট ১৯ হাজার ৭৫৫টি বিভিন্ন প্রকার অস্ত্র এবং ২ লাখ ৫৯ হাজার ৭০৩ রাউন্ড গোলাবারুদসহ মোট ১৪ হাজার ৪১৬ জনকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় রকেট লঞ্চার, গ্রেনেড, বিভিন্ন প্রকার শেল, ককটেল ও গোলাসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
Posted ১১:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed