অনলাইন ডেস্ক | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 109 বার পঠিত
তাইওয়ান-এ অনুষ্ঠিত কাওশিউং রোটারি ওয়ার্কশপে সাফল্যের সাথে অংশগ্রহণ শেষে দেশে ফিরলে সার্ক-এর প্রধান উপদেষ্টা, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক রোটারিয়ান ড. মির শাহ আলম-কে উষ্ম সংবর্ধনা দিয়েছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট লাক্কাতুরা চা বাগানস্থ সিলেট ভ্যালী অফিসে ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট (S21DAL)-এর সভাপতিত্বে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ড. মির শাহ আলম তাইওয়ানের কিয়ানজিন জেলার কাওশিউং সিটিতে অনুষ্ঠিত রোটারি ওয়ার্কশপে অংশগ্রহণ, বিভিন্ন পর্যটন স্পট ও সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যবেক্ষণসহ বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন। এর পূর্বে অনুষ্ঠানের শুরুতে তাকে ফুলের তোড়া উপহার দিয়ে এবং করতালির মাধ্যমে অভিনন্দন ও স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব- লাক্কাতুরা চা বাগান শাখা সিলেটের সভাপতি বিক্রম রায়।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সদস্য আয়েশা বেগম, আসিফুল ইসলাম রাতুল, লাবীব ইকবাল, রেহান, সাউথ এশিয়া রেডিও ক্লাব- লাক্কাতুরা চা বাগান শাখা সিলেটের সভাপতি বিক্রম রায়, সাধারণ সম্পাদক সুনীল দাস, সদস্য সমিত গঞ্জু, মিদুল রায়, গডেন বিশ্বাস, জেমস বিশ্বাস, শহিদ, রমন লোহার, লিটন দাস, রিদয় দাস, চন্দন বোনার্জী, রতন দাস, সবুজ দাস, বিপন দাস, সঞ্জু গঞ্জু, মিঠুন বিশ্বাস, গবিন্দ দাস, সম্পা দাস, সজিব রায়, সদা দাস, রবি দাস, খোকন দাস প্রমুখ।
Posted ৭:৫৫ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed