
শান্তিগঞ্জ প্রতিনিধি | শুক্রবার, ১৩ জুন ২০২৫ | প্রিন্ট | 307 বার পঠিত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নে পঞ্চগ্রাম সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠা উদযাপন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকাল ৩ টায় উপজেলা পঞ্চগ্রাম সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিশিষ্ট সমাজসেবী মো. আবু তাহের এর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক মোহা. আব্দুল মতলিব এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি লুৎফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, বিশিষ্ট সমাজসেবী আক্কাস খান অপু, ইউপি সদস্য মাওলানা সালিক আহমদ, মাওলানা ইসমাইল আহমদ। অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পঞ্চগ্রাম সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দুর রহমান। উল্লেখ্য- অভিষেক অনুষ্ঠানে অনুষ্ঠানের সভাপতি সমাজসেবী আবু তাহের পঞ্চগ্রাম সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দুর রহমান, সেক্রেটারী নেওয়াজ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মোহা. আব্দুল মতলিব সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।বক্তারা ঐক্যবদ্ধভাবে মিলেমিশে সমাজের উন্নয়নে কাজ করার জন্য সংস্থার নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
Posted ১১:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ জুন ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed