বৃহস্পতিবার ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উলিপুরে মাছ শিকার করতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির

উ‌লিপুর কুড়িগ্রাম প্রতিনিধিউ‌লিপুর কুড়িগ্রাম প্রতিনিধি   |   বুধবার, ০৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   40 বার পঠিত

উলিপুরে মাছ শিকার করতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির
কুড়িগ্রামের উলিপুরে মাছ শিকার করতে গিয়ে রেজাউল ইসলাম(৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (৪ জুন) বজরা ইউনিয়নের চাঁদনী বজরা এলাকায়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন বজরা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য এমদাদুল হক। তিনি জানান, ওই ব্যক্তি মাছ শিকার করার জন্য গভীর রাতে বাড়ির পাশে থাকা জমিতে গিয়ে আর ফিরে আসেননি। সকালে তাকে জমির পানিতে ভেসে থাকতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীররাতে উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা এলাকার আব্দুল হাকিমের ছেলে রেজাউল ইসলাম বাড়ির পাশে থাকা জমিতে মাছ শিকার করার জন্য বের হন। এরপর সারা রাত তিনি বাড়িতে ফিরেনি। পরদিন বুধবার সকালে স্থানীয়রা জমির পানিতে রেজাউলকে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন।
 
নিহতের পরিবার জানায়, রেজাউল ইসলামের পূর্ব থেকে মৃগী রোগ ছিল। এর আগেও তিনি কয়েকবার এই রোগে আক্রান্ত হয়েছিলেন। তাদের ধারনা মাছ শিকার করার জন্য বের হওয়ার পর কোনো এক সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত রেজাউল ইসলাম দুই সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Facebook Comments Box

Posted ১১:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com