মঙ্গলবার ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তারুণ্যের সমাবেশ সফলের প্রস্তুতি সভায় সিলেট বিভাগ বিএনপি : ঢাকায় গণজোয়ার ঘটবে

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   44 বার পঠিত

তারুণ্যের সমাবেশ সফলের প্রস্তুতি সভায় সিলেট বিভাগ বিএনপি : ঢাকায় গণজোয়ার ঘটবে

ঢাকায় ২৭ ও ২৮ মে অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শিরোনামের সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) বিকেল ৪টায় সিলেট নগরীর দরগা গেইট পশ্চিম সংলগ্ন একটি হোটেলের মিলনায়তনে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সিলেট বিভাগ।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি.কে. গউছ। যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।

সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হাজী এনামুল হক, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির নেতা ইমদাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহিম রিপন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হক, হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব হাজী অ্যাডভোকেট নূরুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রস্তুতি সভার সমন্বয়ক জাকির হোসেন উজ্জল, সহ-সমন্বয়ক মকসুদ আহমদ ও মাহবুবুর রহমান। এছাড়া সিলেট জেলা ও মহানগর, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক কাঠামোতে গুণগত পরিবর্তন সাধনের লক্ষ্যে তরুণদের সংগঠিত করছেন। তিনি বিশ্বাস করেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলে বাংলাদেশ একটি আধুনিক, আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপান্তরিত হবে। কেউ আর এ দেশকে পরাধীনতার দিকে ঠেলে দিতে পারবে না। এই সেমিনার ও সমাবেশের মূল উদ্দেশ্য—দুঃশাসনের বিরুদ্ধে তারুণ্যের জাগরণ সৃষ্টি করা।

তারা আরও জানান, দেশের পাঁচটি বিভাগ—ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির চূড়ান্ত সফলতা নিশ্চিত করতে সিলেট বিভাগ থেকে ঢাকার তারুণ্যের সমাবেশে বিপুল অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

Facebook Comments Box

Posted ১০:২২ অপরাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com