রবিবার ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফ্রান্স কেন্দ্রীয় জমিয়তের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, সভাপতি খালেদ আহমদ জায়িম ও সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ

কাজী জমিরুল ইসলাম মমতাজ   |   বুধবার, ২৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   174 বার পঠিত

ফ্রান্স কেন্দ্রীয় জমিয়তের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, সভাপতি খালেদ আহমদ জায়িম ও সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফ্রান্স শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ফ্রান্সের একটি রেস্টুরেন্টের হলে ফ্রান্স জমিয়তের আহবায়ক কমিটির সদস্য সচিব মাওলানা খালেদ আহমদ জায়িমের সভাপতিত্বে, আহবায়ক কমিটির সদস্য মুফতি সিদ্দিক আহমদের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ রুম্মান আহমদ। কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউকে জমিয়তের সহ সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ। তিনি প্রধান অরিথির বক্তব্যে বলেন বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে জমিয়তে উলামার শতবর্ষী গৌরবোজ্জ্বল ঐতিহাসিক অবদানের কথা স্মরণ রাখতে হবে, জমিয়তে উলামায়ে ইসলাম যুগে যুগে অনুস্মরণীয় পূর্বসূরীদের নেতৃত্বে দ্বীন- ইসলাম ও স্বাধীনতা রক্ষার সুমহান খেদমত আঞ্জাম দিয়ে আসছে। আকাবিরে জমিয়তের সাথে গণমানুষের হৃদয়ের সম্পর্ক ও আধ্যাত্বিক যোগসূত্র এক ঐতিহাসিক বাস্তবতা। এজন্য সাধারণ জনগণ এসব মহা মনীষীদের সাথে গভীর আধ্যাত্মিক সম্পর্কের সূত্রে জমিয়তে উলামায়ে ইসলামের সাথে অবশ্যই একাকার রয়েছে। জমিয়তের শেকড় জনগণের হৃদয়ের গভীরে প্রোথিত। জমিয়তের ঐতিহাসিক রোডম্যাপের সাথে জনগণের সংযোগ স্থাপনের মাধ্যমে এ দূরত্বকে ঘুচিয়ে দেয়া এবং নতুন সেতুবন্ধন রচনা করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। ফ্রান্স জমিয়তের নবনির্বাচিত কমিটি এ লক্ষ্য সাধনে মাইলফলক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

কাউন্সিল অধিবেশনে প্রায় অর্ধ শতাধিক জমিয়ত কর্মীদের উপস্থিতিতে মাওলানা খালেদ আহমদ জায়িমকে সভাপতি, মুফতি সিদ্দিক আহমদকে সাধারন সম্পাদক ও মাওলানা শাহ আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফ্রান্স কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা ইয়াহইয়া আহমদ, মাওলানা শাহ আলম, হাফিজ আলিম উদ্দিন, মাওলানা সিদ্দিক আহমদ, মাওলানা আনোয়ার হোসেন, সুফিয়ান আহমদ প্রমুখ। কাউন্সিল অধিবেশনের শুরুতে ইউকে থেকে আগত প্রধান অতিথি হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box

Posted ১০:৩৮ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com