বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি হুমায়ুন কবীর খান ১৮ দিন কারাভোগের পর রোববার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় গাজীপুর জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
এ সময় জেলগেটে তাকে ফুল দিয়ে বরণ করেন জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তপন খান, কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, জেলা শ্রমিক দল নেতা আলহাজ্ব উদ্দীন, শরিফুল ইসলাম কালিয়াকৈর উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তিনি কালিয়াকৈর থানার একটি মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি গত ৬ মার্চ গাজীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।