অনলাইন ডেস্ক | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 168 বার পঠিত
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় সুনামগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী মহিবুর রহমান মানিক ও আওয়ামী স্বতন্ত্র প্রার্থী শামিম আহমেদ চৌধুরীকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন অনুসন্ধান কমিটির সদস্য সিনিয়র সহকারী জজ বেলাল হোসেনের স্বাক্ষরিত পৃথক পত্রে সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন পূর্বক অনিয়ম ও নির্বাচন আচরন বিধি ভঙ্গে উভয় প্রার্থীকে কারন দর্শানোর নোটিশ করা হয়।
পত্রে উল্লেখ করা হয়, উভয় প্রার্থী মনোনয়ন দাখিলের আগে ও পরে সড়ক পথে মোটরসাইকেল শোডাউন ও আনন্দ মিছিল, মতবিনিময় সভা, জনসংযোগ ও উঠান বৈঠকে জনসমাগম করা ও প্রার্থীদের বক্তব্যে নির্বাচনী বিধি আচরণ বিধি লঙ্ঘন করেছেন। যা একাধিক স্থানীয় ও জাতীয় মিডিয়ায় প্রকাশ পেয়েছে বলে উল্লেখ করা হয়। কার্যধারা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধি মালা ২০১৮ এর বিধি ৩, ৬ (খ),৬ (গ) ৮ (ক) ও ১২ বঙ্গ করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়।
ফলে স্বতন্ত্র প্রার্থী শামিম চৌধুরীকে আগামী ১৩ ডিসেম্বর এবং মহিবুর রহমান মানিককে ১৪ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে সংশ্লিষ্ট কমিটিকে লিখিত ব্যাখ্যা প্রদানে নির্দেশ দেওয়া হয়।
Posted ৩:৪১ অপরাহ্ণ | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed