
জকিগঞ্জ প্রতিনিধি | সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 67 বার পঠিত
সিলেটের জকিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে গ্রাম পুলিশ ও সুবিধাবঞ্চিত লোকজন পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে শাড়ী, চাল, তেল, ময়দা, চিনি, সেমাই পেয়েছেন।
সোমবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে জকিগঞ্জ থানায় পুলিশের সহযোগিতায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে উপহার বিতরণ করেন প্রধান অতিথি সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
বিতরণী অনুষ্ঠানে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র রায়, উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ হোসেন, উপপরিদর্শক (মিডিয়া) মফিদুল হক সজলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সুশৃঙ্খল ভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন করায় জকিগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানান সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও এমপি হুছামুদ্দীন চৌধুরীর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে গ্রাম পুলিশ ও সুবিধাবঞ্চিত লোকজন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Posted ৯:২৫ অপরাহ্ণ | সোমবার, ০৮ এপ্রিল ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed