বুধবার ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান-

শান্তিগঞ্জে নদীর তীর কেটে মাটি বিক্রিয়ের অপরাধে ১ জন আটক, ২ লক্ষ টাকা জরিমানা

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   131 বার পঠিত

শান্তিগঞ্জে নদীর তীর কেটে মাটি বিক্রিয়ের অপরাধে ১ জন আটক, ২ লক্ষ টাকা জরিমানা

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের তেহকিয়া গ্রামের পূর্ব পশ্চিম দিকের ফাইব্বার দাইড় নালা ও নিতাই নদী থেকে অবৈদ্য ভাবে গ্রামের একটি প্রভাবশালী চক্র মাটি বিক্রয় করে আসছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েছিলে তেহকিয়া গ্রামের প্রায় শতাধিক মানুষ। এই অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, গ্রামের প্রভাবশালী এক মাটি ব্যবসায়ীকে আটক করে সরকারি জায়গার মাটি অন্যত্র বিক্রয়ের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরীর নেতৃত্বে, থানা পুলিশের সহযোগিতা উপজেলার পাথারিয়া ইউনিয়নের তেহকিয়া গ্রামের নিতাই নদী ও ফাইব্বার দাইড় নালায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় গ্রামবাসীর উপস্থিতিতে গ্রামের প্রভাবশালী একটি চক্রের প্রধান মাটি ব্যবসায়ী আব্দুল জলিলের ছেলে আতাউর রহমানকে আটক করে সরকারি জায়গার মাটি অন্যত্রে বিক্রয়য়ের অপরাধে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও খননকৃত সরকারি জায়গা আগামী ১৫ দিনের মধ্যে বরাট করে দেওয়ার জন্য অঙ্গিকার নামা নেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী জানান, নদীর তীর সহ সরকারী জায়গার মাটি কেটে অন্যত্র বিক্রয়ের অপরাধে ভ্রম্যমান আদালত পরিচালনা করে আমরা ১ জনকে আটক করেছি। ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও খননকৃত সরকারি জায়গা আগামী ১৫ দিনের মধ্যে যেকোন ভাবে কোন অজুহাত ছাড়া বরাট করে দেওয়ার জন্য অঙ্গিকার নামাও নিয়েছি। তিনি বলেন, এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে, সেই বিদ্যালয়ের খেলার মাঠও এই চক্রটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল, সেই সাতে এই মাঠের পাশের জায়গা থেকেও সে মাটি খনন করে বিক্রয় করেছে। এরমক অপরাধিদের কোন ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ১০:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com