জগন্নাথপুর প্রতিনিধি | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 109 বার পঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যাগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, আবদুর কাইয়ুম, শিক্ষক লিনা খানম প্রমুখ।
সভায় অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী নারী তানজিনা আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী লিনা খানম, সফল জননী তুলসী রানী বণিক, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী খাজা সাহিদা আক্তার চিশতী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী আমিরুন নেছাকে জয়িতা হিসেবে পুরস্কৃত করা হয়।
Posted ৪:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed