
অনলাইন ডেস্ক | শনিবার, ১৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | 84 বার পঠিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রূপায়িত নাগা মরিচের বাগান পরিদর্শন করেছে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজিয়া শিরিন ।
শনিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার পুর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল গ্রামে ৮ বিঘা জমিতে কৃষক আব্দুল মতিন এর নাগামরিচের বাগান পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজিয়া শিরিন। এসময় উপ-সচিব জসিম উদ্দিন, তাসলিমা আহমেদ পলি উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা মরিচের বাগান ঘুরে ঘুরে দেখেন ও কৃষক আব্দুল মতিনকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপপরিচালক মো. আনিসুজ্জামান। উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। উপসহকারী কৃষি কর্মকর্তা জয়নুর রশিদ, মন্তাজুর আলম, প্রতাপ চন্দ্র দও প্রমুখ।
Posted ৫:৪৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ মার্চ ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed