
গোয়াইনঘাট প্রতিনিধি | মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ | প্রিন্ট | 97 বার পঠিত
সিলেটের গোয়াইনঘাটের নয়াগ্রামে ভয়াবহ আগুনে ২টি বসতঘর পুড়ে ছাই। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তর গ্রামের আব্দুল মতিনের বাড়িতে এঘটনা ঘটে। এতে নগদ টাকা, ধান, চাউল, জামা, কাপড়, আসবাবপত্র ও ২টি গবাদিপশুসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘরের মালিক আব্দুল মতিন জানান, আমি পরিবারের লোকজন নিয়ে ইফতার করে তারাবির নামাজের প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ঘরের চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে, এতে আমার সর্বস্থ পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনের খবর পেয়ে আশপাশের চার পাঁচ গ্রামের লোকজন এসে আগুন নেভাতে সহায়তা করেন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস জৈন্তাপুরের কর্মকর্তা বায়েজিদ একটা বিগ্রেড নিয়ে আসেন এবং এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
Posted ১০:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed