বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে ‘বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিশ্বনাথ প্রতিনিধি   |   সোমবার, ১১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   56 বার পঠিত

বিশ্বনাথে ‘বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ‘বাংলাদেশ প্রতিদিন’র ১৫ বছরে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কাটেন অতিথিরা। এর আগে ‘বাংলাদেশ প্রতিদিন’র বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা হাফিজ মো. আরব খান।

সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন আজ সকল শ্রেণি-পেশার মানুষের প্রিয় দৈনিক। বাংলাদেশ প্রতিদিন’র আকাশছোঁয়া জরপ্রিয়তায় মনে হচ্ছে, এটি পনের বছরে নয় ৫০ বছরে পদার্পণ করেছে। এ প্রত্রিকার অর্জন বিশাল। এটি আমাদের দেশীয় ঐতিহ্য গুলো ফলাও করে উপস্থাপন করে। অন্যান কাগজ থেকে এর আলাদা বৈশিষ্ঠ্য হচ্ছে, পজেটিভ সংবাদ প্রকাশে অগ্রণী ভূমিকা। সংবাদপত্রের মাধ্যমে জাতি তার স্বরূপ দেখতে পায়। আমরা আশা করি, বাংলাদেশ প্রতিদিন র্স্মাট বাংলাদেশ বির্নিমাণে দৃঢ় ভূমিকা রাখবে। কেক কাটা ও আলোচনা সভায় অংশ নেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিম আহমেদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা মো. মর্তুজ আলী, বৃক্ষবন্ধু আবদুল গাফফার উমরা মিয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর ফজর আলী, বাউসী কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন সরকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবদুস সালাম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য কামরুল ইসলাম, প্রাইমারী স্কুল শিক্ষক মো. মাহমুদুল হাসান, বিএনপি নেতা আলী আকবর জাহেদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রেদওয়ান করিম মাছুম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম আজাদ, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আবদুন নূর তুষার, সহসভাপতি নাহিদ আহমেদ সুয়েব, নির্বাহী সদস্য মো. আল-আমিন, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হাসান আজাদ, মাওলানা ক্বারী মাছুম আহমেদ, সংগঠক কয়েছ আহমদ, পাপ্পু, ক্বারী মো. বদরুল ইসলাম, স্বেচ্ছাসেবক হাফিজ উদ্দিন, শিক্ষার্থী শেখ মো. নাদীম, মো. রাকিব আলী, আলোকচিত্রী রনি প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com