
জগন্নাথপুর প্রতিনিধি | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 57 বার পঠিত
নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ, এ প্রতিপাদ্য কে সামনে রেখে শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস সুনামগঞ্জের জগন্নাথপুরে পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৮ মার্চ) সকালে শোভা যাত্রা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মাসুম বিল্লাহ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায়, জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, প্রশিক্ষণার্থী আবিদা সুলতানা প্রমুখ।
Posted ১১:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed