
অনলাইন ডেস্ক | রবিবার, ০৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 82 বার পঠিত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে।
২০০১ সালের দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে শনিবার (২ মার্চ) সকাল ১১টায় মাদ্রাসার হলে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন শিক্ষক তৈয়বুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপাধ্যক্ষ আ ক ম আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মঈন উদ্দিন সিরাজী, অবসরপ্রাপ্ত প্রভাষক, কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব প্রমুখ।
২০০১ দাখিল ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবরেজিস্ট্রার আব্দুস সালাম।
সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকদের মানপত্র, ক্রেস্টসহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।
Posted ১১:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed