
শান্তিগঞ্জ প্রতিনিধি | শনিবার, ০২ মার্চ ২০২৪ | প্রিন্ট | 49 বার পঠিত
সুনামগঞ্জে লাল শাহ সংগীতালয়ের আয়োজনে শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও এলাকায় অনুষ্ঠিত হয়েছে ৩৩তম গানের আসর ‘মানুষ উৎসব’।
গত শুক্রবার (১ মার্চ) রাতে শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে বাউল লাল শাহের বাড়িতে এই উৎসবের আয়োজন করা হয়। গানে গানে মানুষ উৎসবকে মাতিয়ে রাখেন ভারত, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, লোকদল ধামাইল সংঘ, শাপলা ধামাইল সংঘ, মেটোসুর সিলেট বাংলা গানের বাউল শিল্পীরা। বাউল গানের উৎসব দেখতে লাল শাহের বাড়িতে গানপ্রিয় হাজারো মানুষের সমাগম হয়। বিকেল থেকে বিভিন্ন এলাকা থেকে দলে দলে ছুটে আসেন মানুষ। রাতব্যাপী উৎসবে গানের মাধ্যমে আগত দর্শকদের মাতিয়ে রাখেন বাউল ও শিল্পীরা।
সংশ্লিষ্টরা জানান, বাউল গান দিন দিন হারিয়ে যেতে বসেছে। পুরোনো হারানো গানের ঐতিহ্য ফিরিয়ে আনতে লাল শাহ সংগীতালয়ের আয়োজনে প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়। গান উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি গবেষক মোস্তাক আহমেদ দীন, কবি মালেকুল হক, উপ কমিশনার শুল্ক ও আবগারি মো. সোলাইমান হোসেন।
Posted ১০:৩১ অপরাহ্ণ | শনিবার, ০২ মার্চ ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed